আমিরুল হক, নীলফামারী ।।
নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (৪ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার মহাসড়কের কামারপুকুর বটতলী নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি বাস ওই স্থানে পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত ওই ব্যক্তি কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ী গ্রামের আমিন উদ্দিন (৭০)।