
“ভ্যাট দিবো জনে জনে, অংশ নেব উন্নয়নে” এই প্রতিপাদ্য সামনে নিয়ে অনুষ্ঠিত হল ভ্যাট মেলার।
সূত্রাপুর ও শ্যামপুর বিভাগের যৌথ উদ্যোগে তিন দিন ব্যাপী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ১১ অক্টোবর সকালে নিজস্ব অফিস চত্তরে এই ভ্যাট মেলার উদ্বোধন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এর যুগ্ম কমিশনার এইচ এম শরিফুল হাসান।
শ্যামপুর থানার বিভাগের বিভাগীয় কর্মকর্তা মাহবুব উদ্দিন আহমেদের স্বাগত বক্তব্যে সভাপত্বি করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সূত্রাপুর বিভাগের উপ কমিশনার দ্বৈপায়ন চাকমা।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশে ভ্যাট ব্যবস্থা ১৯৯১ সাল হতে প্রচলিত হয়। ভ্যাট বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত এই রকম ভ্যাট মেলার আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভ্যাট স্মার্ট ও ভ্যাট ট্রাস্টি। ব্যবসায়ীদের মাধ্যমে আমরা সঠিক ভাবে পাবো সেই প্রত্যাশা করছি। তিনি আরো বলেন, ভ্যাট মেলায় অনলাইনে নতুন ভ্যাট নিবন্ধন ও ভ্যাট প্রদানে ব্যবসায়ীদেকে উৎসাহ প্রদান করা হচ্ছে। সেই সাথে অনলাইনের মাধ্যমে স্বচ্ছ ভাবে ভ্যাট প্রদান করতে জনগনকে উদ্বুদ্ধ করেন। মেলায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান। আয়োজকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সুধীজনরা।