হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সভায় আবর্জনা ফেলার প্যাডেলবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে পৌরসভা কর্তৃক আইইউজিআইপি এর সরববরাহকৃত প্যাডেলবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আব্দুল্লাহ নাহিদ নিগার।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু- থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম- তারাপুর ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম- পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁদ- সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম- কাউন্সিলরগণসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ। জানা গেছে- পর্যায়ক্রমে পৌরসভার ১ হাজার ৬০০ জন ব্যবসায়ী বা ব্যক্তিকে এই প্যাডেলবিন বিতরণ করা হবে।