হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
দক্ষ যুব গড়বে দেশ- বৈষম্যহীন বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেশকিছু কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে জাতীয় যুব দিবসের কর্মসূচির মধ্যে ছিল র্যালি- আলোচনা সভা- যুব চেক বিতরণ ও টেকাব ২য় পর্যায়ের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন।
উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর আহম্মেদ লস্করের সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অথিতি’র বক্তব্য রাখেন- উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর আমির অধ্যক্ষ মো. একরামুল হক- উপজেলা বিএনপির সদস্য সচিব ও সহকারি প্রধান শিক্ষক মো. মাহমুদুল ইসলাম প্রামানিক- পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভুইয়া নিপন- সুন্দরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক মো. মোশারফ হোসেন বুলু- উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান আকন্দ- নারী যুব সমিতি’র সভাপতি খাতিজা বেগম প্রমূখ। এর আগে একটি র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে দুইজন সফল উদ্যোক্তার মাঝে চেক বিতরণ ও টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুলার ইয়ং পিপল অব বাংলাদেশ -টেকাব ২য় পর্যায়- শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৪০ জন প্রশিক্ষণার্থীর কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।