হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর আওয়ামীলীগ ও তার দোসররা গুলি চালিয়ে গণহত্যাকারিদের বিচারের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপির অবস্থান এবং গণমিছিল কর্মসূচি অব্যাহত রয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার উপজেলার প্রাণকেন্দ্র স্বাধীনতা চত্বরে অবস্থানের পর গণমিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাধীনতা চত্বরে এসে অবস্থান নেয় নেতাকর্মীগণ।
এতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ- যুগ্ম আহবায়ক গছফ্ফার মোল্লা- আসাদুজ্জামান খন্দকার মাসুদ- এম মাহফুজার রহমান লেলিন- সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রমানিক- পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভুইয়া নিপন- যুগ্ম আহবায়ক ইখতিয়ার হোসেন পপেল- সদস্য সচিব মিজানুর রহমান নিপু- বামনডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজমুল হুদা- উপজেলা যুবদল আহবায়ক আব্দুর রহমানসহ আরও অনেকে। গণমিছিলে উপজেলা- পৌর ও ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ আওয়ামীলীগের খুনীদের আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবি জানান।