হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যায় আক্রান্ত পশুদের জন্য খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বিকালে ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের আত্ততায় -এফএও- বেলকা ও শ্রীপুর ইউনিয়নে ৫৯০ প্যাকেট করে ১ হাজার ৯০ প্যাকেট পশুর খাদ্য বিতরণ করা হয়। যা আক্রান্ত পশুর তুলনায় একবারেই অপ্রতুল। এতে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম- উপজেলা প্রাণি সমপদ অফিসার ড. মোছা সুমনা আক্তার- বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ- উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শাহজাহান মিঞা প্রমুখ। পরে পশুর মালিক ও খামারিদের মাঝে খাদ্যের প্যাকেট বিতরণ করেন অতিথিবৃন্দ।
উপজেলা প্রাণি সম্পদ অফিস সূত্রে জানা গেছে- বন্যায় ক্ষতিগ্রস্থ ৯টি ইউনিয়নে ২ লাখ ৪১ হাজার ৫৪০টি পশু-পাখি আক্রান্ত হয়েছে। এর মধ্যে গরু ৪০ হাজার ৪২০টি- মহিষ ২৫টি- ছাগল ১৯ হাজার ৩৭০টি- ভেড়া ১৩ হাজার ৩৫০টি- মুরগী ১ লাখ ২০ হাজার এবং হাঁস ৪৮ হাজার ৭৯৫টি। চরের প্রতিটি পরিবারে বয়েছ নিরব মিনি খামার। চরের মানুষ গৃহপালিত পশু-পাখি পালন করে সংসার চালায়। সে কারণে চরে পশু-পাখির সংখ্য অনেক বেশি।