মোঃ ফারুক মিয়া- সিলেট।।
সিলেট বৃটানিয়া সুইমিং পুলের সাঁতার প্রশিক্ষণ শেষে চব্বিশ জন উর্ত্তীণদের মধ্যে সার্টিফিকেট বিতরণ এবং মেডেল পরিয়ে দেওয়া হয়। শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে বৃটানিয়া সুইমিংপুল চৌখিদিঘীর অফিসের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করেন বৃটানিয়া সুইমিংপুলের দায়িত্বে থাকা মনির আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন থেকে আগত গোল্ডেন ড্রীম ইউকে ও সোনালী স্বপ্ন বাংলাদেশের চেয়ারপার্সন কামরুন্নেছা খানম শোভা মতিন এবং বিশেষ অতিথি ছিলেন এডভোকেট কুতুব উদ্দিন- বিশিষ্ট সমাজ সেবক নূরুল হক- রোটারিয়ান এম এ মতিন।
বৃটানিয়া সুইমিং পুলের কর্ণদার প্রবাসী তানভীর আহমদ এই উদ্যোগ গ্রহণ করেন এবং দীর্ঘ দিন ধরে সুনামের সাথে এই সাঁতার প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন। সাঁতার প্রশিক্ষণে উত্তীর্ণদের মধ্যে হচ্ছেন দাইয়াম তাউসিফ- তানজিম আহমদ- মোঃ আব্দুল হামিদ এহসান- সামিউল হক- নাজিফ হাসনাত- এহনাফুর রহমান শ্রেয়ান- আকিফ রহমান- মোঃ তাউসিফ- মোঃ ইবনে জিহাদ- ফারজানা রুহি- ফাইহা রহমান- জাফিহা তাসনিম- সারাহ ইসলাম আরশি- আফরা নুজহাত- ফাহিমা খানম ফারিহা- জাহরা আহমদ- ইসমত জেরিন রীমা- মুনতাহা ইসলাম- সাদাফা আফরিন- আফরা- মোছাঃ নূরু ন্নাহার নোবা।