মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আদমজী এম ডব্লিউ কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় কোনো আসামী গ্রেফতার না হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার -১২ সেপ্টেম্বর- দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এই মানববন্ধন শুরু করে সরকারি আদমজিনগর এম ডব্লিউ কলেজের শিক্ষার্থীরা।
এতে করে এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত দুই পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা বলেন- আমরা চিহ্নিত করে বলতে পারি কোন পুলিশ সদস্যরা আমাদের ভাইকে হত্যা করেছে। তবে পুলিশ আমাদের ঘুম পাড়ানি গান শোনাচ্ছে। আমাদের শহীদ ভাইয়ের হত্যার বিচারের জন্য যদি আমাদের ঘুরতে হয়- তাহলে এ কারণেই কি আমরা দেশকে স্বাধীন করেছিলাম।
বর্তমান সরকারকে বলতে চাই- আপনারা শহীদদের রক্তের উপর দিয়ে গিয়ে ক্ষমতায় বসেছেন। এই শহীদদের হত্যার বিচার করার জন্যই। আপনারা আমাদের বলেন যে, কবে আমাদের শহীদ ভাইদের হত্যার বিচার করবেন।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ -ওসি- আল মামুন বলেন- শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়েছে- আমরা তাদের সাথে কথা বলছি।
নিহত ইমাম -১৯- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এমডব্লিউ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন বলে জানা গেছে।