বিশেষ প্রতিবেদক।।
বিএনপি’র কোন নেতাকর্মীর নামে সামান্যতম অভিযোগ পেলেই তাকে বহিষ্কার করা হবে বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি আরো বলেছেন- দখলদারি চাঁদাবাজি তো দূরের কথা কোন রকমের অনৈতিক অবৈধ কাজের সাথে যুক্ত হলেও তাকে ছাড় দেয়া হবে না। বহিরাগত কাউকেই দলে প্রবেশ করতে দেয়া যাবেনা বলে তিনি নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন বলে জানালেন বরিশাল বিএনপির নেতৃবৃন্দ। এসময় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার- মিডিয়া সেল প্রধান জহির উদ্দিন স্বপন- বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জেলা উত্তর ও দক্ষিণ বিএনপির আবুল হোসেন- মেছবাউদ্দিন- মহানগর নেতা মনিরুজ্জামান ফারুক- জিয়াউদ্দিন সিকদার সহ নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।