
মোঃ আসিফুজ্জামান আসিফ,
সাভারের আশুলিয়ায় এক তৈরি পোশাক কারখানার ফ্যাক্টরি ম্যানেজারকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে গত ৫ অক্টোবর আশুলিয়ার নরসিংহপুরের বান্দু ডিজাইন সংলগ্ন চৌরাস্তা এলাকায়।
আহত ফ্যাক্টরি ম্যানেজারের নাম তাওস খান জনি। তিনি নরসিংহপুর এলাকার এলিয়েন অ্যাপারেলস লিমিটেড (আঞ্জুমান ডিজাইনস লিমিটেডের) ম্যানেজার।
আহতের ছেলে তানভীর খান তুহিন জানান, বিকেলে কারখানা থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে বান্দু ডিজাইন এলাকায় পৌঁছালে একদল দেশীয় অস্ত্রধারী যুবক তার মোটরসাইকেল থামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এবং তার সঙ্গে থাকা নগদ ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় গতরাতে স্থানীয় আবু সামা মৃধাকে প্রধান আসামি করে অজ্ঞাত ১০-১২ জনের নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
আহত তাওস খান জনি বলেন, “ওই এলাকার কয়েকজন আমাদের কারখানা থেকে জুট ব্যবসা করতে চেয়েছিল। আমি জুট না দেওয়ায় তারা আমাকে কুপিয়েছে।”
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

























