
মোঃ আসিফুজ্জামান আসিফ,
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় দেশীয় তৈরি একটি পিস্তলসহ আজাদ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
রবিবার ভোররাতে আশুলিয়ার জামগড়া এলাকায় ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে অস্ত্রের মহড়া চলছে—এমন খবরের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনা টহল দল অভিযান চালায়। অভিযানে স্থানীয় একটি ঝুটের গোডাউন থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার এবং আজাদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আর্মি ক্যাম্প সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি স্থানীয়ভাবে তৈরি বলে ধারণা করা হচ্ছে। আটককৃত আজাদ কোম্পানিগঞ্জ থানার পশ্চিম সোনাদিয়া গ্রামের ইউনুসের ছেলে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আটক ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেপ্তারের পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বর্তমানে এলাকা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য সেনাবাহিনী টহল ও নজরদারি জোরদার করেছে।

























