
মোঃ আসিফুজ্জামান আসিফ
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যর্থনা কক্ষ্যে রোগীদের ডাক্তার দেখানোর জন্য টিকিট দেয়নি রিসিপশনে থাকা কর্মীগণ জানাচ্ছেন ডাক্তার আছেন কিন্তু রোগী দেখছে না।
কারণ জানতে চাইলে বলেন, ঢাকায় গন্ডগোল হয়েছে, সেজন্য ডাক্তারগণ কর্মবিরতি পালন করছেন। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার তানিয়া হকের চেম্বারে অনেক রোগীর সাথে অপেক্ষা করছিলেন রিদোয়ান শেখ নামের ৭ম শ্রেনীতে অধ্যয়নরত মাদ্রাসা ছাত্র।
সে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে এসেছিলেন রিপোর্ট দেখাতে কিন্তু রিসিপসনের দায়িত্বে থাকা সহকারী জানান যে- তানিয়া ম্যাডাম হসপিটালে আছেন কিন্তু রোগী দেখবেন না।
উল্লেখিত সময়ে হাসপাতালে কথা বলার মত উর্ধতন কাউকে পাওয়া যায় নাই। তবে নাক কান ও গলা বিভাগের স্বনামধন্য ডাক্তার মনিরুজ্জামান মনির বলেন- আজ রাতের মধ্যে ডাক্তার এসোসিয়েশনের দাবিসমুহের সুরহা হলে, আগামীকাল থেকে হাসপাতালের সকল কার্যক্রম স্বাভাবিক ভাবে পরিচালিত হবে।
উল্লেখ্য- গত শনিবার ঢাকা মেডিকেল কলেজে এবং গতকাল রবিবার সরোয়ার্দি হাসপাতালে রোগীর স্বজনদের দ্বারা ডাক্তারগণ হামলার শিকার হলে- ডাক্তারগণ কর্মবিরতির ডাক দেন এবং তারা অপরাধীদের গ্রেফতার, ডাক্তারদের নিরাপত্তায় স্বতন্ত্র পুলিশ নিয়োগ ও চিকিৎসক সুরক্ষা আইন পাশ করার দাবী জানান।