অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর পলাশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র আল – মুজাহিদ হোসেন তুষার ও কাউন্সিলদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শনিবার সকালে ঘোড়াশাল পৌর এলাকার গড় পাড়া গ্রামে এ মানববন্ধন করা হয়েছে।
কৃষি আবাদি জমি- বসতবাড়িসহ সরকারি জমি অন্যায় ভাবে জোর করে দখল- ও ছিন্নমূল নাগরিকদের গৃহহীন করায় মানববন্ধনে শতাধিক ক্ষতিগ্রস্থ এলাকাবাসি অংশগ্রহণ করেন।
এলাকার ছিন্নমূল মানুষদের বরাদদ্ধকৃত সরকারি জমি জোর পূর্বক দখল করে নিয়ে নেয়। এতে করে গড়পাড়া গ্রামের শতাধিক গরিব অসহায় মানুষ গৃহহীন হয়ে পড়ে। তাদের ভয়ে এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জমি ফিরিয়ে দেওয়াসহ তাদের বিচারের দাবি জানানো হয়। এসময় বক্তব্য রাখেন- গড়পাড়া গ্রামের আজিজুল ইসলাম, সমাজসেবক দিলারা বেগম- আব্দুল সাত্তার- অহিলউদ্দিন- সাহেরা খাতুন প্রমুখ।