
মোঃরুবেল মিয়া স্টাফ রিপোর্টার
সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ -ডিবি-।
রোববার মধ্য রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন- গোপন সংবাদ পেয়ে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় ১১টি মামলা রয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।
জানা গেছে, তিনি দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এনামুর এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এমপি থাকা কালিন তার বিরুদ্ধে মৃত মানুষের লাশ আটকে রেখে টাকা আদায় ও ক্রসফায়ারে মানুষ হত্যা অভিযোগ রয়েছে। যা তিনি নিজেই স্বীকার করে বক্তব্য দিয়েছিলেন। এর জন্য আওয়ামী লীগ সরকার পুরস্কার হিসেবে তাকে মন্ত্রীত্বের আসনে বসিয়েছিল। তিনি ত্রান প্রতিমন্ত্রী থাকা কালিন সাভারে কোন ত্রান দেন নাই। করোনার সময় একাধিক আওয়ামী লীগের নেতারা ত্রান দিলেও তিনি বলতেন, সাভারের মানুষ বড় লোক, তাদের ত্রান লাগে না। তিনি বিগত সংসদ নির্বাচনে তিন জন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বীর মধ্যে লজ্জাজনক ভাবে তৃতীয় স্থান লাভ করেন। তিনি জুলাই-আগস্ট আন্দোলনে আওয়ামী লীগের নেতাদের নিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে ছাত্র জনতার ওপর গুলি বর্ষন করিয়ে সাভার আশুলিয়ায় ত্রাসের রাজত্বে কায়েম করেন। তার বিরুদ্ধে ১১ টি হত্যা মামলা সহ হত্যা চেষ্টা মামলা রয়েছে। ৫ আগস্ট পালোনোর পর তার তৃতীয় স্ত্রী ডা: ফরিদা ইয়াসমিন প্রচার চালান তিনি ভারতের কাষ্মিরে অবস্থান করছেন। কিন্তু তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে ঢাকাতেই অবস্থান করছিলেন এবং তার সাঙ্গপাঙ্গ সহ ৪ স্ত্রী ও পরিবারের সাথে যোগাযোগ রাখছিলেন।