মোঃ মিজানুর রহমান -সাতকানিয়া।।
চট্টগ্রাম- সাতকানিয়া সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ড হাজী পাড়া সমাজের প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার -৩ জানুয়ারি- বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত হাজী পাড়া জামে মসজিদ সংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৪০ জন ভোটার তাদের ৫৩৬ টা ভোটধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করা করা হয়। নির্বাচনে জনাব আলহাজ্ব আবুল কাশেম সর্বোচ্চ ১০০ ভোট পেয়ে প্রধান সমাজ প্রতিনিধি নির্বাচিত হয়েছেন- ৯৪ ভোট পেয়ে দ্বিতীয় সমাজ প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সালাহ উদ্দিন- নির্বাচনে ৮৩ ভোট পেয়ে তৃতীয় সমাজ প্রতিনিধি নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন ও ৬৫ ভোট পেয়ে এনামুল হক চতুর্থ সমাজ প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জনাব আবু তাহের এবং নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেন এডভোকেট শাহাদাত হোসেন- আব্দুস সবুর- রিদুয়ানুল হক- জাহেদুল ইসলাম- ওয়াহিদুল ইসলাম। নির্বাচনে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন আহবায়ক আলহাজ্ব আহমদ কবির- আলহাজ্ব আনোয়ার হোসেন।
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন এন সি সি ব্যাংক বান্দরবান শাখার সিনিয়র অফিসার জনাব দেলোয়ার হোসেন- নোয়াখালী সেনবাগ সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ রিয়াদ- মোঃ ফেরদৌস সিপি ইউনিট সমাজ সেবা অধিদপ্তর টেকনাফ কক্সবাজার।
প্রধান অতিথির বক্তব্যে ইসহাক বলেন- হাজী পাড়া সমাজে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে সমাজ প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতি পাড়ায় পাড়ায় এভাবে নির্বাচনের মাধ্যমে সমাজ প্রতিনিধি নির্বাচিত হওয়া প্রয়োজন। হাজী পাড়া সমাজ প্রতিনিধি নির্বাচন অন্যান্য সমাজের জন্য উদহারণ সৃষ্টি করবে।
প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের বলেন- হাজী পাড়া সমাজে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে সমাজ প্রতিনিধি নির্বাচন উপহার দিতে আমরা চেষ্টা করেছি। যদি আমাদের কোন ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হাজী পাড়া সমাজ কমিটি সৃষ্টির পর এটি চতুর্থ তম নির্বাচন। ভোটারগন লাইন ধরে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অত্যন্ত সুষ্ঠু- নির্ভেজাল ও ঝামেলামুক্ত ভাবে আমাদের সমাজ প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের উপর অর্পিত দায়িত্ব আগামী তিন বছর যথাযথভাবে পালন করার অনুরোধ জানান। নির্বাচন সরাসরি ভোটারদের প্রত্যক্ষ অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে। এজন্য নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা- ভোটগ্রহণকারী ও সাংবাদিক সহ সকলকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য: তিন বছরের জন্য নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করেন এবং তাদের শপথ পাঠ করানো হয়।