
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামঃ সাতকানিয়ায় বিভিন্ন এলাকায় কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করে মাটি খেকো চক্র। পাশাপাশি কৃষি জমির টপসয়েল রক্ষায় উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের পরও থেমে নেই মাটি খেকোদের অবৈধ মাটি কাটা। গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে মাটি কাটার সময় জয়নুল আবেদীন আরফাত নামের এক ব্যক্তিকে ৫০,০০০/-পঞ্চাশ হাজার- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার -১১ মার্চ- মধ্যরাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বণিক পাড়া ও সত্যপীর মাজার এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় জনার কেঁওচিয়া, জামাল মেম্বারের বাড়ীর মোহাম্মদুল হকের ছেলে জয়নুল আবেদীন আরফাত-৩০-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০/- পঞ্চাশ হাজার- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। অভিযানে সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও- মিল্টন বিশ্বাস বলেন, যদি কেউ কৃষি জমির মাটি কাটার সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।কৃষি জমির অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।