
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
কয়েক সপ্তাহের ব্যবধানে লালমনিরহাট জেলার তিন সাংবাদিকের উপর হামলা-হুমকির প্রতিবাদে, হুমকিদাতা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন জেলায় কর্মরত সংবাদমাধ্যমকর্মীরা।
৯ মার্চ -রবিবার- সকাল ১১টায় জেলা শহরের মিশনমোড় চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “খুবই দুঃখ ও পরিতাপের বিষয় যে, সংবাদকর্মীরা খবর সংগ্রহ করতে গেলেই যে কেউ তাদের উপর হামলা চালাচ্ছে। কোনোকিছু হলেই সাংবাদিকদেরকে প্রাণনাশসহ বিভিন্ন হুমকি দেয়া হচ্ছে। অবৈধ বালু উত্তোলন, কোন দুর্নীতির বিষয়ে কিংবা যেকোনো অনিয়মের খবর সংগ্রহ করতে গেলেই সাংবাদিকরা হামলা ও হুমকির শিকার হচ্ছেন। অপরদিকে সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। আমরা সাংবাদিকরা ভুক্তভোগীদের পাশে দাঁড়াই, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে চাপ দিই। কিন্তু আমাদের পাশে কেউ দাঁড়ায় না। সাংবাদিকদের মোটরসাইকেল ও পেশাদারি কাজে ব্যবহৃত জিনিসপত্র কেড়ে নেয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে সেগুলো প্রশাসনের তরফ থেকে উদ্ধার করা হলেও দোষীদের গ্রেপ্তার ও তাদের শাস্তি নিশ্চিতের বিষয়ে গড়িমসি করা হয়। যা খুবই দুঃখজনক। আমরা নাকি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু আমাদের কোন নিরাপত্তা নেই।“
প্রতিবাদ সভায় বক্তারা লালমনিরহাটসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও তাদেরকে দেয়া হুমকির তীব্র নিন্দা জানান। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়াও সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক গোকুল রায়, প্রথম আলোর আব্দুর রব সুজন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের আবু হাসনাত রানা, দৈনিক যুগের আলোর আহমেদুর রহমান মুকুল, বৈশাখী টিভির তৌহিদুল ইসলাম লিটন, যমুনা টিভির আনিছুর রহমান লাডলা, লালমনির কণ্ঠের মফিজুর রহমান বাবু, মাইটিভির মাহফুজ সাজু, প্রতিদিনের সংবাদের জিন্নাতুল ইসলাম জিন্নাহ, ডেইলি স্টারের এস দিলিপ রায়, দৈনিক নিরপেক্ষ’র এস আর রতন, বাংলাভিশনের মেহেদি হাসান জুয়েল, এশিয়ান টিভির নিয়ন দুলাল, কালবেলার এসকে সাহেদ, দীপ্ত টিভির মাহমুদুল হক, দেশটিভির জামাল বাদশা, দৈনিক ভোরের চেতনার ফারুক আহমদ সূর্য, দৈনিক আলোকিত সকালের আরিফ রিপন, আরটিভির মিজানুর রহমান মিজান, লাখো কণ্ঠের আব্দুর রাজ্জাক, নাগরিক ভাবনার জিল্লুর রহমান, দিগন্ত প্রতিদিনের জহুরুল হক জনি, জনকণ্ঠের শাহরিয়ার মাহফুজসহ জেলার কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের নির্বাহী সম্পাদক, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার ও জেলা প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভুক্তভোগী সাংবাদিক দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল।