আব্বাস আলী, দৈনিক আজকের বাংলা।।
মংগলবার, ০৭ই সেপ্টেম্বর, ২০২১
আমার এক জুনিয়ার কয়েকদিন আগে আমাকে এসে বলল, “ভাই আমি সাংবাদিক হয়েছি দেখুন আমার কার্ড! “আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে,”সে বলল আমার কাছ থেকে চার হাজার টাকা নিয়েছে এবং আমাকে তার পত্রিকার সাংবাদিক বানিয়ে দিয়েছে”।
ফেসবুকে পরিচয় আমার এক ছোট ভাই কয়েকমাস আগে বলেছিল ভাই আমি সাংবাদিকতা করবো! আমি তাকে বললাম তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? সে বলল, “আমি এসএসসি!” আমি তাকে বললাম তোমার এই পেশা না আসাই ভাল। এখানে অনেক প্রশাসনের বিষয় আছে। অনেক শিক্ষার বিষয় আছে। অনেক আইনানুগ ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে। সাংবাদিকতায় একটা ঝুঁকিপূর্ণ পেশা। সে এখন আটটা অনলাইন পত্রিকার সাংবাদিক।
আসলে সাংবাদিকতায় কি? সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব প্রিয় পাঠক, “সাংবাদিকতা হল বিভিন্ন ঘটনাবলী, বিষয়, ধারণা, ও মানুষ সম্পর্কিত প্রতিবেদন তৈরি ও পরিবেশন, যা উক্ত দিনের প্রধান সংবাদ এবং তা সমাজে প্রভাব বিস্তার করে। এই পেশায় শব্দটি দিয়ে তথ্য সংগ্রহের কৌশল ও সাহিত্যিক উপায় অবলম্বনকে বোঝায়।”
একজন সাংবাদিকের কাজ কী?
প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী একজন সাংবাদিকের কাজের ধরন আলাদা হয়। তবে যেকোন মাধ্যমে সাধারণ কিছু কাজ রয়েছে। যেমনঃ সংবাদ সংগ্রহ করা
সংবাদের সত্যতা যাচাই করা
সংবাদ সম্পাদনা করা
প্রয়োজনে মানুষের সাক্ষাৎকার নেয়া
বিশেষ প্রতিবেদন তৈরি করা
কলাম লেখা ও বাছাই করা
তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করা
প্রয়োজনীয় ছবি সংগ্রহ করা
যেহেতু সাধারণ মানুষের জীবনে গণমাধ্যমের সরাসরি প্রভাব রয়েছে, সেহেতু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা একজন সাংবাদিকের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে। এছাড়া সংবেদনশীল খবর প্রকাশের ক্ষেত্রে তথ্যদাতার গোপনীয়তা রক্ষা করা বাঞ্ছনীয়।
একজন সাংবাদিকের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
শিক্ষাগত যোগ্যতাঃ প্রত্যেক সাংবাদিককে প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা বা গণযোগাযোগ বিষয়ে পড়তে হবে, এমন কোন কথা নেই। বাংলা, ইংরেজি সাহিত্য, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও অন্যান্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও এ পেশায় নিয়োজিত আছেন। তবে সাংবাদিকতাকে পেশা হিসেবে আগে থেকেই যারা নির্বাচন করে রাখেন, তাদের জন্য সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে পড়াই ভালো।
বয়সঃ প্রতিষ্ঠানসাপেক্ষে বয়সের সীমা নির্ধারিত হয়।
অভিজ্ঞতাঃ কাজ সাপেক্ষে অভিজ্ঞতা দরকার হয়।
একজন সাংবাদিকের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
ভাষাগত দক্ষতাঃ বাংলা ও ইংরেজি – দুই ভাষাতে ভালো দখল থাকা জরুরি।
অনুসন্ধানী মনোভাবঃ কোন কিছুর ব্যাপারে অনুসন্ধান করে তথ্য সংগ্রহের মানসিকতা থাকতে হবে।
যোগাযোগের দক্ষতাঃ বিভিন্ন স্তরের মানুষের সাথে যোগাযোগের অভ্যাস থাকা প্রয়োজন।
উপস্থাপনার জ্ঞানঃ পাঠক বা দর্শক-শ্রোতার কাছে খবর উপস্থাপন করার ব্যাপারে জ্ঞান থাকতে হবে।
লেখালেখির দক্ষতাঃ বিভিন্ন ধরনের লেখালেখিতে অভ্যস্ত থাকা জরুরি এ পেশায়।
বিশ্লেষণী ক্ষমতাঃ কিছু ক্ষেত্রে শুধু তথ্য-উপাত্তের উপর নির্ভর না করে লেখায় বা সংবাদে যৌক্তিক চিন্তার প্রকাশ ঘটানো প্রয়োজন।
প্রিয় পাঠক আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমিও সাংবাদিকতার বিষয়ে বোঝার এবং জানার চেষ্টা করছি। উপরের লেখাগুলো বিভিন্ন তথ্য অনলাইন বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা।