কক্সবাজার।।
কক্সবাজার জেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ’র স্টাফ রিপোর্টার এইচএম এরশাদের একমাত্র মেয়ে অ্যাডভোকেট উম্মুল হায়াত (এপি) সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের তালিকাভুক্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বুধবার (২৩ আগস্ট) প্রকাশিত ফলাফলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, সাংবাদিককন্যা অ্যাডভোকেট উম্মুল হায়াত এপি বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কক্সবাজার জেলা প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সহসভাপতি ফরিদুল আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল, অর্থ সম্পাদক জাহেদ হোসেনসহ সংশ্লিষ্ট সকলে অ্যাডভোকেট উম্মুল হায়াত এপি’র উত্তরোত্তর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।