সদরপুর প্রতিনিধি।।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ১৫ ই জুলাই সোমবার বিকাল ৪ টায় ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডপকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্ট ঢেউখালী ইউনিয়ন কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সদরপুর ইউনিয়ন পরিষদ। উক্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন সদরপুর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী- সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুল- উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্নু মৃধা- মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না পারভীন রেভা- সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর- ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। খেলার দ্বিতীয়ার্ধে ১০ মিনিট অন্তর অন্তর ২ টি গোল করেন সদরপুর ইউনিয়ন পরিষদের ১০ নং জার্সির খেলোয়ার ফাইজুর। ফাইনাল খেলাটি পরিচালনায় রেফারীর দায়িত্ব পালন করেন সাঈদ তোহা । খেলার শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী।