সদরপুর প্রতিনিধি।।
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চৈতার কোলপার গ্রামের জব্বার মোল্যার পুত্র দুবাই প্রবসী
আবুল মোল্যার বিরুদ্ধে সরকারি রাস্তায় বাড়ির প্রাচির নির্মানের অভিযোগ পাওয়া গেছে। চরবিষ্ণুপুর জামতলা বাজার থেকে শ্রীরামদিয়া বাজারে যাওয়ার পথে আবুল মোল্যার বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তিনি জানান আমি দীর্ঘদিন যাবৎ দুবাইতে ব্যবসা করি। সম্প্রতি আমি বাড়িতে এসে বাড়ির প্রাচির নির্মান করেছি।কেন সরকারী জায়গায় প্রাচির নির্মান করা হয়েছে জানতে চাইলে আবুল মোল্যা সাংবাদিকদের জানান, এইটা সরকারি জায়গা নয়, আমার মালিকানা জায়গায় আমি প্রাচির নির্মান করেছি।
এ ব্যাপারে গত শনিবার বিকেল ৫ ঘটিকায় চৈতার কোলপাড় এলাকার স্থানীয় জনসাধারণ আবুল মোল্যার বাড়ির প্রাচির ভাঙ্গার দাবীতে মানব বন্ধন করেছেন। মানববন্ধনে বক্তারা অতি জরুরী সরকারি জায়গা থেকে আবুল মোল্যার বাড়ির প্রাচির ভাঙ্গার জোর দাবী জানিয়েছেন।