মোঃ মোবাশ্বির হোসেন হৃদয়
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুরের শ্রীপুর উপজেলার সদরে দুর্নীতি বিরোধী মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার ১২ আগষ্ট বেলা সারে বারোটায় শ্রীপুর পৌরসভার সামনে বিক্ষোভ মিছিল শেষে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় শিক্ষার্থীরা দলীয় প্রভাবে শ্রীপুর পৌরসভায় সেবার বদলে স্বেচ্ছাচারীতা বন্ধসহ বিসিএস পদমর্যাদার একজন নির্বাহী কর্মকর্তা -এক্সিকিউটিভ অফিসার- নিয়োগ- স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করা- অতীত থেকে বর্তমান পর্যন্ত মেয়রের সকল দুর্নীতির তদন্ত নিশ্চিত করা- যারা তিন বছরের অধিক সময় একই স্থানে কর্মরত তাদের বদলি নিশ্চিত করা- নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করা- পৌরসভা কর্তৃক সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের দাবিসহ বিভিন্ন দাবি করা হয়।
পরে সংক্ষুব্ধ শিক্ষার্থীদের সকল দাবি পূরণ করার আস্বাস প্রদান করেন শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আহমাদুল কবির মন্ডল দারা।
এরপর শ্রীপুর রহমত আলী কলেজের শাহরিয়ার জামান পল্লব- মাহফুর রহমান সৈকত- নাহিদ হাসান বাঁধন- জাকির হোসেন- সাকিব- শুভ- তমাল- আবদুল্লাহ- মাহাদি- শিমুল- তোফাজ্জলসহ অর্ধশত শিক্ষার্থী মিছিল করতে করতে শ্রীপুর বাজার পদক্ষীণ করে কর্মসূচি শেষ করে।
এবিষয়ে বীর মুক্তিযোদ্ধা শ্রীপুর রহমত আলী কলেজের একাশ শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার জামান পল্লবের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার বাবা জানান, আজকের মানববন্ধনের সংবাটি তিনি শুনেছেন। তিনি আরো বলেন- মানববন্ধনের সংবাটি শুনে আমি ভিষণ খুশি হয়েছি। আশাকরি বাংলাদেশের ছাত্রজনতার কল্যাণে এদেশ থেকে দুর্ণীতি চিরতরে বন্ধ হবে।
শ্রীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল হাসান বলেন- কিছু শিক্ষার্থী এসেছিলো- এবং তারা লিখিত কিছু পেশ করেছে।