পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদীতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে জামাইয়ের মৃত্যু হয়েছে। রোববার ঈশ্বরদী-ঢাকা রেলরুটের মুলাডুলির নিকরহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাজল মন্ডল -২৮- নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় আরিফুল ইসলাম জানান, রোববার -১৪ জুলাই- দুপুরে শ্বশুরবাড়ি থেকে নিকরহাটা মোড়ে কাজল মন্ডল চা পান করতে যাচ্ছিলেন। এ সময় নিকরহাটা রেলগেট এলাকায় রেললাইন পাড়ি দেওয়ার সময় ট্রেনে কেটে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- হাবিবুর রহমান জানান- এই রেলরুট সিরাজগঞ্জ রেল পুলিশের আওতাধীন। তিনি এ বিষয়ে তথ্য দিতে পারবেন।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মাহাবুবুর রহমান সরকার বলেন- ট্রেনে কেটে একজন মারা গেছে।
এ বিষয়ে ঘটনাস্থলের নিকটবর্তী ঈশ্বরদীর মুলাডুলি রেলস্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করেছি- তিনি কোনো তথ্য দিতে পারেননি।