
এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছায় উপজেলায় জামায়াতে ইসলামীর পথ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার গদাইপুর ফুটবল মাঠে উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান। পথ সভাটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার নেতা কর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময়ে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শফিকুর রহমান বলেন, গত ১৬ বছর শৈরাচার আওয়ামীলীগ সরকার দমন নিপিড়নের মাধ্যমে এ দেশের হাজারো নেতা কর্মীদের হত্যা- গুম- বন্ধি- পঙ্গু – চাকুরি কেড়ে নেয়া- বাড়িতে বাড়িতে তল্লাশি, আয়না ঘরে রেখে বিভিন্ন নির্মম নির্যাতন করেছে। এছাড়াও শৈরাচার আওয়ামী লীগ সরকার নির্বাচনকে তামাশার বস্তুতে পরিণত করেছিলো। এদেশকে কবরস্থান বানিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। তাদের এ সমস্থ অপকর্মের বিচার এদেশের মাটিতেই বিচার হবে ইনশাল্লাহ।
পথ সভায় উপজেলা আমীর মাওঃ সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার- কেন্দ্রীয় সাংগাঠনিক সেক্রেটারী ও পরিচালক খুলনা অঞ্চল মুহাদ্দিস আব্দুল খালেক- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক খুলনা অঞ্চল মাওঃ আবুল কালাম আজাদ- খুলনা জেলা আমীর মাওঃ এমরান হোসাইন- সাতক্ষীরা জেলা আমীর অধ্যাঃ শহিদুল ইসলাম মুকুল- নায়েবে আমীর মাওঃ গোলাম সরোয়ার- জেলা সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান- সহকারী সেক্রেটারী- গোলাম কুদ্দুস- খুলনা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু জার গিফারী- জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড: লিয়াকত আলী সরদার-জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ এস এম আমিনুল ইসলাম- উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ।
খুলনা জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর নুরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাবেক জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি পৌর জামায়াতে নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ কামাল হোসেন- জেলা ইউনিট সদস্য কাজী তামজীদ আলম- জেলা ইউনিট সদস্য অধ্যাপক আব্দুল মোমিন সানা- জেলা ইউনিট সদস্য এ্যাডঃ আব্দুল মজিদ- উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুস সবুর- উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুল হান্নান- উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। পথসভা শেষে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সহ দলের নেতাকর্মীরা সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ও কেন্দ্রীয় নায়েবে আমীর মরহুম শামসুর রহমানের কবর জিয়ারত করেন।