মোঃ রাকিবুল হাসান, শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের ঝিনাইগাতি সীমান্তে ভারত থেকে বন্য হাতি নেমে এসেছে এবং গত ২ দিন থেকে সীমান্তের বোর ফসলের উপর চলছে হাতির তান্ডব। এমন পরিস্থিতে সীমান্তের বোর চাষি ও প্রান্তিক কৃষকের ফসল নষ্ট হওয়ায় আতঙ্কে নিরঘুম রাত কাটাচ্ছে সীমান্তবাসী।
ইতি মধ্যেই বন্য হাতি সীমান্তের বহু জমির ফসল খেয়ে সাবার করে দিয়েছে। এমন অবস্থা দেখে সীমান্তের বাকি কৃষকদের ঘুম হারাম হয়ে পরেছে। সীমান্ত অঞ্চলের কৃষকরা ভাবছে তাদের ফসল ঘরে তুলতে পারবেনা। এ বছর বোর চাষ করতে বিগত বছরের তুলনায় দ্বিগুন খরচ হয়েছে কৃষকের।
কষ্ট অর্জিত উঠতি বোর ফসল বন্য হাতির কারনে ঘরে তুলতে না পারলে সীমাহিন কষ্টের মধ্যে পরবে সীমান্তের কৃষকেরা। গত ২ দিনে সীমান্তের আদিবাসী সম্প্রদায়ের গারো কুচ হাজং সহ আরো অনেক কৃষকের উঠতি বোর ফসল খেয়ে সাবার করে দিয়েছে। ধান খেত বাচাতে কৃষকেরা জীবনের ঝুকি নিয়ে রাত জেগে মশাল জালিয়ে রাত ভর ফসল রক্ষার চেষ্টা করছে। ইতি পূর্বে সীমান্তের কৃষকের ফসল ও ঘর-বাড়ি রক্ষা করতে গিয়ে হাতির পায়ে পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে। দির্ঘ দিন থেকেই চলছে বন্য হাতি আর মানুষের মধ্যে চলছে বাচা মরার লড়াই।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বন্য হাতির এই তান্ডব চলছে। সীমান্তবর্তী অঞ্চলের এই বিপর্যয়ের মধ্যে মানুষ এমনিতেই চরম দূর্ভোগে রয়েছে এর মধ্যে আবার বন্য হাতির তান্ডবে সীমান্তবাসীর জীবন হতাশা ও সংকিত করে তুলেছে। দীর্ঘ সময় থেকে সীমান্ত অঞ্চলে বন্য হাতির তান্ডবে প্রাণহানী, পুঙ্গত্ব, বাড়ি-ঘর সহ বিভিন্ন ফসলের ব্যপক ক্ষতি সাধন করে চলেছে। অনেক পরিবারের লোকজন প্রাণহানীর ভয়ে অন্যত্রে পারি জমিয়েছে। কিন্তু অনেক দরিদ্র পরিবারের লোকজন ও আদিবাসী সম্প্রদায়ের লোকেরা বাপ দাদার ভিটে মাটি ছেড়ে যাওয়ার কোন সুযোগ না থাকায় জীবনের ঝুকি নিয়ে অত্র সীমান্ত অঞ্চলেই বসবাস করছে।
এই সীমান্তবাসীর উৎপাদন কৃত ফসল প্রায়ই হাতির খুরাক হয়। উৎপদন করেও কৃষকরা ফসল ঘরে তুলতে পারে না। পাকা ধান কাটার সময় নেমে আসে ভারত থেকে বন্য হাতির দল। এই সমস্ত বন্য হাতির দলের তান্ডবে তাদের উৎপাদিত ফসল সহ ঘর বাড়ির ক্ষয় ক্ষতি করার সময় লোকজন তাদের ফসল ও ঘরবাড়ি রক্ষার চেষ্টা করতে গিয়ে জীবন দিতে হয়। তার পরেও সীমান্তবাসীর উপায় না থাকায় জীবন মরণের ঝুকি নিয়েই বসবাস করতে হচ্ছে সীমান্তে। তাই সীমান্ত বাসীর দাবি তাদের জান মাল রক্ষায় সরকারি ভাবে সুরক্ষা নিশ্চিত করা দরকার। যদি তা না করা হয় ভারত থেকে নেমে আসা বন্য হাতির তান্ডবে মানুষের জান মাল রক্ষা করার কোন উপায় নেই। প্রায় এক যুগ ধরে অর্ধশত প্রাণহানির ঘটনা ঘটেছে শতাধিক বেক্তি পুঙ্গত্ব বরণ করেছে। এছাড়া কোটি কোটি টাকার কৃষকের উৎপাদিত ফসলের ক্ষতি সাধন করে চলেছে বন্য হাতির দল। রক্ষা করার কোন উপায় নেই!