শওকত আলম- কক্সবাজার।।
কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ এবং কুমিল্লা সার্কেলের সহকারী পুলিশ সুপারের নির্দেশে- শাহপরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে একটি বড় ইয়াবা চালান ধরতে সফল হয়েছে পুলিশ।
আজ সকাল ১০:১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার টেকনাফ সড়কের টিএন্ডটি এলাকায় অভিযান চালানো হয়। সিএনজি অটোরিকশা থামানো হলে চালক একটি শপিং ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। হাইওয়ে পুলিশ তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে তার নাম ইমাম হোসেন ওরফে মোঃ মিজান বলে পরিচয় দেয়।
ব্যাগ তল্লাশির পর, পুলিশ ২০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে- যা দুটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল। ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশ জানিয়েছে, এই অভিযানটি এলাকার মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।