
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার -১৯ জানুয়ারি- বিকেল ৩টায় ছোটবাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোণা জেলা শাখা এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক- মজিবুর রহমান-
যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত- বজলুর রহমান পাঠান- এস এম মনিরুজ্জামান দুদু, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক আব্দুল মান্নান তালুকদার- জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন- সাংগঠনিক সম্পাদক মোঘল আজম খান জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি-স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল- জেলা তাতীদলের সদস্য সচিব মীর ফারুক আহমেদ- জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আলেয়া সিরাজ- জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন- সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী সহ অন্যান্যরা।
পরে শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।