
তৌহিদ বেলাল।।
কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পেকুয়ার টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ (৫২) আর নেই।
তিনি শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৬ টায় মহান বিজয় দিবস উপলক্ষে পেকুয়া কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে স্ট্রোক করেন। তাৎক্ষণিক তাঁকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল সাতটার দিকে মারা যান শহিদুল্লাহ।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, বিজয় দিবস উপলক্ষে ফুল দিতে যাওয়ার জন্য পেকুয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শহিদ মিনারে দিকে যাচ্ছিলেন। কাছাকাছি পৌঁছাতেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ হঠাৎ ঢলে পড়েন।
শুক্রবার মাগরিবের নামাজের পর টৈটং উচ্চ বিদ্যালয়ের মাঠে শহিদুল্লাহর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার জেলা, চকরিয়া ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন। পরে তাঁর মরদেহ স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।