শরীয়তপুর- প্রতিনিধি।।
শরীয়তপুরের জাজিরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির সিমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও জানালার কাচঁ ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে।
বুধবার -৭ আগষ্ট- রাত ৯ টার দিকে উপজেলার আক্কেল মাহমুদ মুন্সী কান্দি গ্রামের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক মোঃ আতাউর রহমানের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়- দীর্ঘদিন ধরে মোঃ আতাউর রহমানের পরিবারের সাথে জাজিরা পৌরসভা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক শামচুল হক বেপারীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় দেশের এই পরিস্থিতির সুযোগ নিয়ে গতকাল রাত ৯টার দিকে শিক্ষক আতাউর রহমানের বাড়িতে হামলা চালায় এবং বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলে ও বসতবাড়ির বিল্ডিং এর জানালার কাচঁ ভাংচুর করে। এরপর সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে বিষয়টি দেখে যান এবং সকলকে সাবধান করে যান।
এ ঘটনার পর শিক্ষক মোঃ আতাউর রহমান তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে হামলার বিষয়টি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। তিনি পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
এ ব্যাপারে শিক্ষক মোঃ আতাউর রহমানের ছোট ভাই মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে শামচুল হক বেপারী জমি সংক্রান্ত জের দেখিয়ে আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছেন। একাধিক বার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের চেষ্টা করলেও তিনি তা মানেন নি। গতকাল রাতে তিনি ও তার ছেলেসহ কয়েকজনকে নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এ বিষয়টি আমার পরিবার এখন আতংকে দিন কাটাচ্ছে। আমি সুস্থ তদন্তের মাধ্যমে শামচুল হক বেপারীর বিচার দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা শামচুল হক বেপারীর মুঠোফোনে একধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা বলেন- বিষয়টি শুনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেছি। পরবর্তীতে একসাথে বসে বিষয়টি সমাধানের ব্যবস্থা করা হবে।