
তৌহিদুল ইসলাম চঞ্চল,
লালমনিরহাট জেলা পুলিশের দুইটি পৃথক অভিযানে ১২.৫ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ।
শনিবার (২১ জুন) ও শুক্রবার কালীগঞ্জ থানার গোড়ল ও চলবলা ইউনিয়নে এই অভিযান দুটি পরিচালিত হয় ।
পুলিশ জানায়, লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নির্দেশনায় শুক্রবার গোড়ল ইউপির শিবরাম এলাকায় অভিযান পরিচালনা করে গোড়ল তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। সেখানে মৃত ফোড়ন চন্দ্রর ছেলে কান্তেশ্বর রায় -৪৫- এর বাড়ির আঙিনা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ কান্তেশ্বরকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে শনিবার একই কেন্দ্রের পুলিশের একটি দল চলবলা ইউপির বান্দের কুড়া এলাকায় অভিযান পরিচালনা করেন । সেই অভিযানে পাকা রাস্তা থেকে মাদক কারবারি শ্রী গোবিন্দ -৩৫- ও মো. শামসুল হক -৫০- কে গ্রেপ্তার করা হয় । তারা নিজেদের শরীরের ২.৫ কেজি গাঁজা বিশেষ কৌশলে বহন করছিলেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।