
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জে একটি পাজেরো জিপ তল্লাশি করে ৫১ বোতল ফেনসিডিল জব্দসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা -ডিবি-।
৮ মার্চ “শনিবার” ভোররাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানায় লালমনিরহাট জেলা পুলিশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের দিক নির্দেশনায় কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সে সময় কাকিনা থেকে রংপুরগামী রাস্তার উপর একটি জিপ গাড়ি তল্লাশি করে ৫১ বোতল ফেনসিডিল জব্দসহ মাদককারবারি মো. আব্দুস সালাম ও মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেন তারা। পাজেরো জিপটির রেজি: নম্বর ঢাকা মেট্রো-ঘ ০২-২৪০৮।
জেলা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।