
চঞ্চল,
লালমনিরহাট সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির কাজে ব্যবহৃত মালামালসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নির্দেশে পরিচালিত এই অভিযানে ডাকাতির প্রস্তুতি ভেস্তে যায়।
রবিবার (০৫ অক্টোবর) রাত আনুমানিক ০১ টা ০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। লালমনিরহাট সদর থানার এসআই (নিঃ) মোঃ জুয়েল চৌধুরী তাঁর সঙ্গীয় অফিসারদের নিয়ে ফুলগাছ মৌজাস্থ সোনার দিঘীর পাড় নামক স্থানে কাঁচা রাস্তার ওপর থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করেন। তবে অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতদের নাম ও ঠিকানা-মোঃ বেল্লাল হোসেন (৪১): পিতা- মোঃ কালাই সিকদার, সাং-হারবাইত, থানা- জয়দেবপুর, গাজীপুর মহানগর, মোঃ অশিদ মিয়া (২৭): পিতা- মোঃ ইসাহাক মিয়া, সাং- গোয়াল কান্দি, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ ও মোঃ সোহাগ ইসলাম (২০): পিতা- মোঃ সাইদুল ইমলাম, সাং-দুরাকুটি, থানা ও জেলা- লালমনিরহাট।
গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত নিম্নলিখিত মালামাল ও যানবাহন উদ্ধার করা হয়:
একটি লোহার হাতল যুক্ত লাল রংয়ের বোল্ট কাঁটার মেশিন, একটি লোহার পাইপ, একটি কাঠের হাতল যুক্ত ছোরা এবং একটি কাঠের হাতল যুক্ত হাসুয়া, একটি লাল সবুজ রংয়ের গামছা এবং একটি বড় সাদা স্কচটেপ , ০৪ টি নাইলনের রশি, একটি আকাশী রংয়ের itel বাটন ফোন, একটি সবুজ রংয়ের পুরাতন ব্যবহৃত ব্যাটারী চালিত অটো মিশুক রিক্সা ও একটি নীল রংয়ের ০৬ চাকা বিশিষ্ট পুরাতন পিকাপ।
পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

























