আবু তালেব- লালপুর -নাটোর।।
নাটোর-১ -লালপুর-বাগাতিপাড়া- আসনের সাবেক সংসদ-সদস্য- সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ফজলুর রহমান পটলের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। বিএনপি নেতা ফজলুর রহমান পটল নাটোর-১ আসন থেকে তিনবার সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালের এই দিনে ভারতের কলকাতার রবীন্দ্রসদন হাসপাতালে কিডনি রোগে ভুগে ৬৬ বছর বয়সে তিনি মারা যান।
বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ফজলুর রহমান পটলের ৮ম মৃত্যু বার্ষিকী পালন।
রোববার -১১ আগষ্ট- বিকেলে উপজেলার ভেল্লাবাড়ীয়া হযরত বাগুদেওয়ান -রহঃ- মাজার মসজিদে দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপির পক্ষ পটলের ৮ম মৃত্যু বার্ষিকী ও ছাত্র-জনতা অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী ও আহতদের জন্য দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হামিদুর রহমান বাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি তাহামিদুর রহমান- সাধারণ সম্পাদক আঃ মান্নান- সিনিয়র সভাপতি মোঃ খলিলুর রহমান- ১ নং ওয়ার্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, কৃষক দলের সহ-সভাপতি গোলাম আজম- যুবদলের আহ্বায়ক আশাদুল ইসলাম- ছাত্রদলের আহবায়ক আল আমিন সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটল ২০১৬ সালের এই দিনে ভারতের কলকাতার রবীন্দ্রসদন হাসপাতালে কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ৬৬ বছর বয়সে মারা যান।