আবু তালেব
লালপুর -নাটোর- প্রতিনিধি।।
নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিলমাড়ীয়া ইউনিয়ন শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বুধবার -৪ সেপ্টেম্বর- বিকেলে উপজেলার বিলমাড়ীয়া পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন কার্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখার আমির ও নাটোর-১ -লালপুর-বাগাতিপাড়া- আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিলমাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আনেজ উদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের শূরা সদস্য মোঃ সাজ্জাদুর রহমান উজ্জল। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিলমাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ রাজন আহমেদ, ইউনিয়ন জামায়াতের রুকন -সদস্য- হাফেজ মাওঃ আবু হানিফ- ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওঃ রাকিবুল ইসলাম প্রমুখ।