আবু তালেব
লালপুর -নাটোর- প্রতিনিধি।।
নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার -২ সেপ্টেম্বর- বিকেলে লালপুর সদরের রামকৃষ্ণপুর কোষায় পাড়া মোড়ে এই কার্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমির অধ্যাপক ডক্টর মীর নূরুল ইসলাম। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখার আমির মাওলানা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান- নাটোর জেলা শিবিরের সেক্রেটারি জাহিদ হাসান- লালপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আকবর আলী প্রমুখ।