মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল -অব.-এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার -১৩ আগস্ট- বিকালে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।মিছিলটি শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল -অব.- এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেন। সেই সঙ্গে তারা গণহত্যার হুকুমদাতা হিসেবে শেখ হাসিনার ফাঁসির দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন- জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন- সদস্য সচিব আবদুল আলীম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, এ কে এম ফরিদ- মহি উদ্দিন বিটু ও ফয়েজ আহমেদ।