
মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগতিতে পূর্ব শত্রুতার জের ধরে ওয়াসিম চৌধুরী নামের এক কৃষকের ১ একর জমির ধান ক্ষেতে স্তূপ করে রাখা অবস্থায় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার ৬০ মণ ধান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে ।
শুক্রবার -২৭ ডিসেম্বর- দিবাগত গভীর রাতে রামগতি পৌরসভার আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই জমিটি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও লক্ষ্মীপুর-৪ -রামগতি ও কমলনগর- আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আবদুর রব চৌধুরীর। এখন এই জমির মালিক তার লন্ডন প্রবাসী মেয়ে সালমা চৌধুরী। জমিটি বর্গাদার হিসেবে ওয়াসিম চৌধুরী দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন।
স্থানীয় লোকজন জানান- শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে আমরা ওয়াসিমের ধান খেতে আগুন জ্বলতে দেখি। সবাইকে নিয়ে আগুন নিভাতে যাওয়ার আগেই ধানগুলো পুড়ে ছাই হয়ে যায়।
ওয়াসিম চৌধুরী জানান- এক একর জমির আমন ধান কেটে তিনি ক্ষেতে স্তূপ করে রাখেন। পূর্ব শত্রুতার জের ধরে রাতে কে বা কারা খড়সহ ধানে আগুন লাগিয়ে দেয়। এতে ৬০ মণ ধান সম্পূর্ণ ভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. কবির হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাটির
তদন্ত চলছে।