
পলাশ সাহা
দুর্গাপুর-নেত্রকোণা-প্রতিনিধি।।
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে নেত্রকোণার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। মঙ্গলবার সকালে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি আবু সিদ্দিক রুক্কু- সাধারণ সম্পাদক আল ইমরান সম্রাট গণি-জয়নাল মেম্বার-মুজিবুর রহমান রাজু-খোকন সরকার,রফিকুল ইসলাম-আলাল মিয়া- আশিকুল ইসলাম কমল-আব্দুল আহাদ-সাখাওয়াত হোসেন সজীব-বিকাশ সরকার-রাতুল খান রুদ্র-আল আমিন হাওলাদার সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এই আয়োজনে আলোচনাকালে বক্তারা মানবকল্যাণে নিবেদিত হয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার কথা বলেন। এছাড়া মাদকমুক্ত সমাজ গঠনে সোচ্চার ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ দুর্গাপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ জানান-
আগামী কার্যক্রমসমূহের মধ্যে থাকবে যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করা-নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধে কাউন্সিলিং প্রদান-সমাজের প্রতিবন্ধীদের সাহায্যকরণ-বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান-ইভিটিজিং ও বাল্যবিবাহ বন্ধ করা সহ সমাজের কল্যাণমুখী কার্যক্রম।