নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আহত সাংবাদিকের নাম সোহেল কিরণের। তিনি বাংলা টিভির রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি।
গত ১০ এপ্রিল সোমবার ভোরে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে কাঞ্চন চরপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আফজাল হোসেন (৩২) ও কাঞ্চন পৌরসভার খাঁপাড়া গ্রামের হিরন ফকিরের ছেলে সাজু ফকির (৩৫)। এদের মধ্যে আফজাল হোসেন এজাহারভুক্ত আসামি।
ডিবি পুলিশের এস আই হাফিজুর রহমান গনমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে আদালত (১১ এপ্রিল)মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছে।
উল্লেখ্য গত ৪ এপ্রিল রাত আনুমানিক ১০ টায় কাঞ্চন বাজারের একটি চায়ের দোকানে আড্ডা দেয় সাংবাদিক সোহেল কিরন।
সংবাদ প্রকাশের জেরে আসামী আফজাল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী সোহেলের উপর হত্যার চেষ্টায় হামলা চালায়।
হামলায় সোহেল কিরণের কান, গলা, পেট ও হাত-পায়ে রক্তাক্ত জখম হয়।
এ হামলার ঘটনায় ৫ এপ্রিল বুধবার আহত সাংবাদিক সোহেল কিরণের ভাই সাহেল মাহমুদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, সন্ত্রাসী আফজালসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়।