
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদকবিরোধী অভিযানেকালে র্যাবের উপর সন্ত্রাসীরা হামলার করে।
এ হামলার ঘটনায় গত (২৮ সেপ্টেম্বর) বুধবার রাতে র্যাব-১ এর নায়েব সুবেদার তৌফিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েক শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়ছে।
পুলিশ মামলায় এজাহার ভুক্ত ১১ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার পারভিন বেগম (৩৭, রিপন মিয়া (২৮), রাজু আহাম্মেদ রাজা (২৮), হাসান (৪৭), তপু মিয়া (২৫), জসিম বেপারী (১৮), মো. বাবু (২৭), আমিন (১৯), রাসেল হোসেন (২৪) নাজমুল হোসেন রায়হান (৩০) ও সুজন মিয়া (৫০)।
গ্রেফতারকালে পুলিশ তাদের কাছ থেকে ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল, ৩ দশমিক ৮৫০ গ্রাম গাঁজা, ১৫ গ্রাম হিরোইন উদ্বার করে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনার সময় মাদক কারবারিরা ডাকাত ডাকাত বলে মাইকিং করলে শতাধিক মানুষ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা চালায়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এজাহারভুক্ত ১১ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।