
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশি, টেকনোয়াদ্দা, বাগবের ও কেয়ারিয়া মৌজার জমির মালিকদের বিরুদ্ধে ভ‚মিদস্যু হাসিনা নিজামের দেয়া মিথ্যা অভিযোগে মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়–মিছিল করা হয়েছে। গতকাল ৩ সেপ্টেম্বর শনিবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় ভুক্তভোগী জমির মালিক ও এলাকাবাসী এ মানববন্ধন করে।
আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালপাড়া এলাকার ভুক্তভোগী কৃষক ওহিদ আলী, বাদল মিয়া, আব্দুর রহমান, সেলিম মিয়া, আফাজ উদ্দিন, রেজাউল করিম খোকন, নয়ন, ইদ্রিস আলী, আরমান মোল্লা, গৃহকর্মী সোলেমা, আমেনা আক্তারসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, নাজমুল হাসান সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা থাকা অবস্থায় তার নামে বেনামে রূপগঞ্জের কেয়ারিয়া, টেকনোয়াদ্দা,বাঘবের ও পরর্শি মৌজায় প্রায় শত বিঘার অধিক জমি জোরপ‚র্বক ও অবৈধভাবে দখল করে। নাজমুল তার ক্ষমতার প্রভাব দেখিয়ে আমাদের জমি দখল করে নেয়। আমরা আমাদের জমি ফেরত চেয়ে বিভিন্ন দফতরে আবেদন করেও কোন প্রতিকার পায়নি।
নাজমুল মারা যাওয়ার পর তার স্ত্রী হাছিনা নিজাম স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসী দিয়ে গ্রামবাসিকে মিথ্যা অভিযোগ ও বিভিন্নভাবে হুমকী ধামকী দিচ্ছে । শুধু তাই নয় ক্ষমতার দাপটে জরুরী সেবা ৯৯৯ ফোন করে পুলিশ দিয়ে যড়যন্ত্রম‚লক মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করে। আমরা এলাকাবাসী মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি তিনি যেন আমাদেরকে ভূমিদস্যু হাসিনা নিজামের হাত থেকে রক্ষা করে আমাদের জমি ফিরেয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
এ বিষয়ে মুঠোফোনে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ বলেন, ৯৯৯ এ কল দিলে কাউকে হয়রানি করা হয়না। কিন্তু মিথ্যে অভিযোগ দিলে উল্টো পুলিশ হয়রানি হয়। গ্রামবাসি লিখিত অভিযোগ দিলে সুষ্ঠু তদন্ত করে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরে এলাকাবাসী ঝাড়– মিছিল নিয়ে রূপগঞ্জ-ইছাপুরা বাজার সড়ক প্রদক্ষিণ করে।