মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
রূপগঞ্জে মাদক- সন্ত্রাস- চাঁদাবাজ- নৈরাজ্য ও দখলদারদের প্রতিহত করতে সভা ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল ৭সেপ্টেম্বর শনিবার তারাবো পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করে। রূপসী বালুর মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার বিএনপির সভাপতি তাশিক হক ওসমান।
সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন- সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু- সহ সভাপতি হাজী সেলিম- আনোয়ার সাদাত সায়েম- আশরাফুল হক রিপন- রফিক ভুঁইয়া- কাঞ্চন পৌরসভা বিএনপির সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া- সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন- তারাবো পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু- সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব- রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল- সাধারণ সম্পাদক জিন্নাত আলী- ভোলাবো ইউনিয় বিএনপির সভাপতি এডভোকেট রেজাউল হক- সাধারণ সম্পাদক মনির হোসেন- গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার- ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।
সভায় বক্তারা বলেন- মাদক- সন্ত্রাস- চাঁদাবাজ- নৈরাজ্য ও দখলদারদের প্রতিহত করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী শাসনামলে গত ১৬বছরে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবি- রাজনৈতিক ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। হামলা, ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি- দখলদারিত্ব বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে।
পরে রূপসী-কাঞ্চন সড়কে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে।

























