মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধিরূ।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ সভা, বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বরুণা-নাওড়া-রাতালদিয়া-কাদিরারটেক-বসুলিয়া-নিমেরটেক গ্রামের মানুষ অংশ নেন।
৬সেপ্টেম্বর শুক্রবার বাদজুমা মানবন্ধন পূর্বক বরুণা মধ্যপাড়া এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউপি সদস্য আলতাফ হোসেন। মাদকবিরোধী এ সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক- রূপগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাশেম- শিক্ষক আহসান উল্লাহ- স্থানীয় শিক্ষানুরাগী হাজী মো. আমান উল্লাহ- তানভীর আহমেদ সোহেল- খোরশেদ আলম- আয়নাল খা- সোবহান ভুঁইয়া- সাইজ উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন- মাদকদ্রব্য সেবন ও কেনাবেচা করলে তাদের পরিবারকে গ্রামছাড়া করা হবে। আইনের হাতে তুলে দেওয়া হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
পরে বিক্ষোভকারীরা বরুনা-নাওড়া সড়কের বরুণা বাজার এলাকায় তারা বিক্ষোভ ও মানবন্ধন করে।
উল্লেখ্য রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া-বরুণা-নগরপাড়া ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীরা মদ-গাঁজা-ইয়াবা-ফেনসিডিল- চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। গত ২২আগষ্ট দৈনিক ইত্তেফাক পত্রিকায় রূপগঞ্জে মাদকের হাট-তিন শতাধিক স্পট নিয়ন্ত্রনে ৩৫সিন্ডিকেট-শিক্ষার্থী ও তরুণরা ঝুঁকছেন মাদক সেবনে শিরোনামে সংবাদ প্রকাশের পর তারা এ কর্মসূচি পালন করে।

























