রূপগঞ্জ -নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
পূজোয় খুলবে ভাগ্যের চাকা। আসবে অঢেল টাকা। ভাসবেন সুখের সাগরে। এই লক্ষ্যে গতকাল রূপগঞ্জের হিন্দু ধর্মালম্বীদের দোকানে দোকানে বিশ্বকর্ম পূজা উদযাপন করা হয়েছে। প্রতিবছর ১৭সেপ্টেম্বর সারাদেশে ধুমধাম করে এ পূজা পালন করা হয়। ধান- জবাফুল- মিষ্টি- মোমবাতি- আগরবাতি- গোলাপজলসহ নানা ধরণের ফল পূজা অর্চনার সামগ্রী হিসাবে ব্যবহার হয়। ঢাকের তালে পূজায় পুষ্পাঞ্জলি- পূজাঅর্চনা ও প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। ভাদ্র মাসের সংক্রান্তি তিথিকে কণ্যা সংকান্তি বলা হয়। এই তিথিতেই বিশ্বকর্মার জন্ম।
মুড়াপাড়া বাজারের নিপা জুয়েলার্সের পরিচালক রিপন চন্দ্র পাল বলেন- বিশ্বকর্ম পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। ভগবান বিশ্বকর্মকে দেবতাদের স্থপতি বলা হয়। ভগবান বিশ্বকর্মাও পৃথিবীর প্রথম প্রকৌশলী।