মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ মিঠাবো গ্রামের তৌহিদুল ইসলাম জিসান বন্ধুর ছুরিকাঘাতে নিহত হয়েছে। গত ৩০ জুলাই রাতে মিঠাবো এলাকার খেলার মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়- রূপগঞ্জের মিঠাবো গ্রামের আলমগীরের ছেলে তৌহিদুল ইসলাম জিসান রাজধানীর ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। মিঠাবো গ্রামের কামাল হোসেনের ছেলে ও জিসানের বন্ধু নাঈম হোসেনের সঙ্গে খেলার মাঠে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে নাঈম হোসেন সংগে থাকা জিসানের বুকে ও শরিরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে নাঈম হোসেন পালিয়ে যায়। পরে জিসানকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার রাত ১২টায় হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
রূপগঞ্জ থানা ওসি জুবায়ের হোসেন বলেন- ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থল থেকে ছুরি উদ্ধার করা হয়েছে ।