রূপগঞ্জ নারায়ণগঞ্জ।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে দখল করা ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার-২৯-শে জানুয়ারী-দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও-আহসান মাহমুদ রাসেলের এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মহাসড়কে যত্রতত্র পার্কিং এর কারনে তিনটি যাত্রীবাহী বাসকে ৯, হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার-ভূমি-সিমন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভূইয়া, ভূলতা ফাঁড়ীর ইনচার্জ মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক টীম লিডার রাকিব হাসান বাদলসহ আরো অনেকে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও-আহসান মাহমুদ রাসেল বলেন, আমরা আজ সতর্কতামূলকভাবে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। আগামী শনিবারের মধ্যে ফুটপাতে অবৈধভাবে দখলে থাকা সকল স্থাপনা বোল্ডরেজার দিয়ে উচ্ছেদ করা হবে। তাছাড়াও যত্রতত্র পার্কিং এর কারনে তিনটি যাত্রীবাহী বাসকে ৯,হাজার টাকা জরিমানা করা হয়েছে।