
মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিদিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়কের হাটাবো আতলাশপুর জেলেপাড়া এলাকায় ৫’শ মিটার দূরত্বের ব্যবধানে গতকাল ১জানুয়ারি বুধবার বেলা পৌনে ১০টার দিকে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ তিনজন নিহত হয়েছে।
ভোলাবো এলাকার কেবিএম ইটভাটার ইটবাহী মুড়াপাড়াগামী অবৈধ ইছারমাথা-ট্রলি- পরিবহনের চাপায় হৃদয় মিয়া-২২- নামের মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়। তার বাড়ি রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায়। রাজধানীর ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে হৃদয়- মুন্না ও শান্ত নামের তিন বন্ধু খেজুরের রস পান করতে রূপগঞ্জে আসেন। খেজুরের রস পান করে ফিরে যাওয়ার সময় আতলাশপুর জেলেপাড়া এলাকায় তারা এ দুর্ঘটনায় পড়ে। আহত মুন্না ও শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সকাল ১০টার দিকে একই সড়কের আতলাশপুর জেলেপাড়া এলাকায় কাঞ্চনগামী প্রাইভেটকার-ঢাকা মেট্টো-গ-৩৬-২৬৯৮- নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এসময় প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলে গোলাম রহমানে ছেলে এবাদুল্লাহ-৬৮- ও ফালাইনার ছেলে রাম দাস-৬৫- নিহত হয়। নিহতদের বাড়ি রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের হাটাবো আতলাশপুর এলাকায়। এবাদুল্লাহ প্রাতঃভ্রমণে ও রাম দাস বাজার করতে এসে এ দুর্ঘটনায় পড়ে। প্রাইভেটকারের চালক রনিকে-২৮- আটক করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় আহত আবু তাহের-৪৮- রাধা মোহন-৬২- সামাতল সরকার-৫২- সৌরভ সরকার-২৮- ও অনিককে-২৬- স্থানীয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন- সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ইটবাহী অবৈধ ইছারমাথা পরিবহন জব্ধ করা হয়েছে।