
মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে শফিকুল ইসলাম -৩১- নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা
২৯-১১-২৪ইং রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শফিকুল ইসলাম জানান-
২৯-১১-২৪ইং রাত ১০ দিকে উপজেলার হাটাবো এলাকায় বাড়ী ফেরার পথে হিরার দোকানের সামনে পৌঁছাইলে পূর্ব শত্রুতার জের ধরিয়া স্থানীয় সেলিম -৩৫-পোকা রাসেল-৩৪- শাহিন -৩৬- সহ
অজ্ঞাত নামা ৪-৫ জন পূর্ব প্রস্তুতি নিয়ে হাতে লোহার রড- হাতুড়ি- ছেন দা- লাঠি- দেশীয় অস্ত্র সস্ত্র সহকারে আসিয়া আমার গতি রোধ করে আমাকে ঘেরাও করিয়া আমাকে এলোপাথাড়িভাবে মারপিট করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
এসময় সেলিম আমাকে খুন করার কথা বলিয়া আমার গলা চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করার চেষ্টা করে। পোকা রাসেল আমার পকেটে থাকা নগদ ২০,০০০-টাকা নিয়া নেয়- শাহিন হাতে থাকা ছেন দা দ্বারা ২ বার আমাকে খুন করার উদ্দেশ্যে আমার মাথায় কোপ মারে আমি সরিয়া যাওয়ায় প্রাণে বেঁচে যাই। এসময় আমার ডাক চিৎকারে আশ পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে আসামীরা আমার প্রাণ নাশের হুমকী দিয়া চলিয়া যায়। আমি বেহুশ হইয়া মাটিতে পড়িয়া যাই- লোকজনে আমাকে উদ্ধার করিয়া রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনিয়া চিকিৎসা করান।
এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে ২-১২-২৪ তারিখে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন- শফিকুলের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।