
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উৎসব আমেজে ঐতিহ্যবাহী পূর্ব গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ পূর্ব গ্রামের খান মঞ্জিলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৯৬৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত দেশের সেরা স্কুল চত্বরে এ যেন প্রাণ ছুঁয়ে যাওয়া এক আনন্দঘন পরিবেশ। শনিবার সকাল দশটায় স্কুল চত্বর থেকে এক বিশাল র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উচ্ছ্বাস আর খুশিতে মেতে ওঠেন বিভিন্ন বয়সী প্রাক্তন ছাত্র ছাত্রীরা। জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় অনুষ্ঠানের। স্কুল জীবনের মতোই সকালে অনুষ্ঠিত হয় প্রাক্তন ছাত্র ছাত্রীদের এ্যাসেম্বলি ও শরীর চর্চা।
অনুষ্ঠানমালায় প্রাক্তন ছাত্ররা অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে শপথ গ্রহণ করেন। অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি নুরুজ্জামান খান এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নুরুজ্জামান খান,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলী ভূঁইয়া, কর্নেল (অব:) কামরুজ্জামান খান, ডাক্তার মেজবাহ উদ্দিন আহমেদ, ডাক্তার রাশিদুন্নবী খান সোহেল, অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক শহিদুল্লাহ ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, জেলা পরিষদের সদস্য শিলা রানী পাল, প্রমুখ।