এস এম রনি
স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় গত ৩১আগষ্ট শনিবার রাতে পাওনা টাকা চাওয়ায় গার্মেন্টস শ্রমিক মোঃ জিহাদকে -২২- ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৭নং ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া।
নিহত জিহাদের মা রিনা বেগম জানান- গত ৮মাস পূর্বে তার ছেলে জিহাদের কাছ থেকে একই এলাকার শিপলু ও আবু বকর ১হাজার ৭শত টাকা ধার নেন। এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে তারা জিহাদকে প্রথমে মারধর ও পরে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি জুবায়ের হোসেন বলেন- চনপাড়ায় ছুরিকাঘাতে এক জনের মৃত্যুর সংবাদ পেয়েছি।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।